×

বিদেশে উচ্চশিক্ষা: বিশ্ববিদ্যালয় বেছে নেওয়ার ১২ পরামর্শ

বিদেশে পড়াশোনার স্বপ্ন থাকে অনেকেরই। কিন্তু নানা কারণে অনেকে ভর্তি হতে পারেন না—এমন সংখ্যাও অনেক। বিদেশে পড়াশোনার সিদ্ধান্তের পরই আপনাকে আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় নির্বাচনের দিকে যেতে হয়।

বাংলাদেশ থেকে বিদেশে পড়তে গেলে যে যে তথ্য জানা দরকার

বাংলাদেশ থেকে বিশ্বের যেসব দেশে সবচেয়ে বেশি শিক্ষার্থী যেতে আগ্রহী—এমন দেশগুলোর মধ্য অন্যতম হচ্ছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া এবং জার্মানি।

দক্ষিণ কোরিয়ায় পড়াশোনা: সপ্তাহে ২০–৩০ ঘণ্টা কাজ

দক্ষিণ কোরিয়ায় উচ্চশিক্ষা লাভের নেপথ্যে মূল আকর্ষণ হচ্ছে, দেশটির আন্তর্জাতিকভাবে স্বীকৃত বিশ্ববিদ্যালয়গুলো। পাঠ্যক্রমে ইংরেজি ভাষার গুরুত্বের ফলে নিজেদের পছন্দমতো বিষয় নির্বাচন করতে পারেন।

রোমানিয়ায় উচ্চশিক্ষা: খরচ–বৃত্তিসহ জেনে নিন সব তথ্য

দেশের বাইরে পড়তে যাওয়ার সঙ্গে সম্পৃক্ত থাকে উন্নত ক্যারিয়ার, জীবনধারণের সুযোগ ও সম্ভাবনা। সুযোগের প্রসঙ্গ এলে সামনে আসে ইউরোপের দেশগুলোর নাম।

×

Notice!!

She propriety immediate was improving. He or entrance humoured likewise moderate. Much nor game son say feel. Fat make met can must form into gate. Me we offending prevailed discovery.